কোন না কোন অছিলায় মার্কিন অস্ত্র সরবরাহ চলবে
বাঙলাদেশ ও ভারত উভয়কে শায়েস্তা করাই লক্ষ্য
ওয়াশিংটন, ৯ জুলাই (এ পি)-নাম প্রকাশ করতে অস্বীকার করে একজন মার্কিন সরকারী কর্মকর্তা বলেছেন, পররাষ্ট্র দপ্তর কাস্টমস কর্তৃপক্ষের কাছে টেলিফোনে একটি নির্দেশ দিলেই পাকিস্তানে অস্ত্রশস্ত্র পাঠাননা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত তা বন্ধ করার কোন কথাই বিবেচিত হচ্ছে না।
তার বিবৃতির অর্থ দাঁড়ায়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সুচিন্তিত নীতি যে, তারা ইয়াহিয়ার স্বৈরাচারী শাসক চক্রকে অস্ত্রশস্ত্র কিছু কিছু দিয়ে যাবে। কারণ যাতে ইয়াহিয়ার সঙ্গে বাঙলাদেশ সরকার এবং ভারত উভয়েই মার্কিন তলিপি অনুসারে মীমাংসা করতে বাধ্য হয়, অন্যথায় তারা তাদের নির্ভরযােগ্য তাবেদার ইয়াহিয়াকে একটা না একটা বাহানায় অস্ত্রশস্ত্র দিয়েই যাবে। আর এক্ষেত্রে বিপ্লবের ঠিকাদার চীনা নেতৃত্ব এবং মার্কিন সাম্রাজ্যবাদ উভয়ের স্বার্থই প্রায় অভিন্ন।
সূত্র: কালান্তর, ১০.৭.১৯৭১