You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | ২ নং সেক্টরের যুদ্ধ - সংগ্রামের নোটবুক

২৬ মে ১৯৭১ঃ ২ নং সেক্টরের যুদ্ধ

লেঃ. ইমামুজ্জামান এর নেতৃত্ব এ মুক্তিবাহিনী কুমিল্লার জগন্নাথদীঘিতে পাকবাহিনীর অবস্থানের ওপর অকস্মাৎ আক্রমণ চালায়। অভিযানে পাকবাহিনীর ১৯ জন সৈন্য হতাহত হয়।  ক্যাপ্টেন আইনুদ্দিনের নেতৃত্ব এ মুক্তিযোদ্ধাদের একটি দল কসবার উত্তরে ইমাম বাড়ী (ব্রাহ্মণগ্রাম) রেলব্রিজ ধ্বংস করে। পরে দলটি কর্নেল বাজারে পাক অবস্থানের উপর আক্রমন করে। সেখানে কয়েকজন পাক সৈন্য হতাহত হয়।  সুবেদার ভুইয়ার নেতৃত্ব এ মুক্তিযোদ্ধাদের একটি দল সালদা নদী রেল স্টেশনের উপর অবস্থান গ্রহন করে। রকেট লাঞ্চার দিয়ে তারা শত্রুদের দুটি বাঙ্কার ধ্বংস করে। সেখানে একজন জেসিও সহ ৯ জন পাক সৈন্য নিহত হয়।