২৫ মে ১৯৭১ঃ নজরুল জন্ম বার্ষিকী পালন
নজরুল একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমী ডিজি অধ্যাপক কবির চৌধুরী ও অধ্যাপক ডঃ মোহর আলী। কবিতা পাঠ করেন আহসান হাবীব, আজহারুল ইসলাম, আব্দুর রশিদ খান। সঙ্গীত পরিবেশন করেন শবনম মুস্তারি, ইয়াসমীন মুস্তারি, রেবেকা সুলতানা, আবিদা সুলতানা, জোস্না, আব্দুল লতিফ। বিকেলে পাকিস্তান কাউন্সিলে তোপখানা রোডে নিজস্ব অফিসে এক অনুষ্ঠান আয়জন করে। অনুষ্ঠানে ইসলামী রেনেসাঁর কবি নজরুল ইসলাম সম্পর্কে আলোচনায় অংশ নেন ডঃ আশরাফ সিদ্দিকি, জনাব সানাউল্লাহ নুরী। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত এর আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন বেদার উদ্দিন লুতফর রহমান, মিস তোফাতুন নাহার। আলী মনসুর, ইকবাল বাহার চৌধুরী কবিতা আবৃতি করেন। বিকেলে ইসলামিক একাডেমীতে শান্তি ও কল্যাণ কমিটি আয়োজিত অগ্নিবীণার কবি নজরুল শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান (জামাত ঘরানা বুদ্ধিজীবী) ডঃ ফখরুজ্জামান, হাসান জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের রিডার ডঃ কাজী দ্বীন মোহাম্মদ, দৈনিক পয়গাম সম্পাদক মুজিবর রহমান।