You dont have javascript enabled! Please enable it! 1971.05.25 | ভারতের লোকসভায় বাংলাদেশকে স্বীকৃতি দান বিষয়ে ৫ ঘণ্টা ব্যাপী বিতর্ক - সংগ্রামের নোটবুক

২৫ মে ১৯৭১ঃ সংসদে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সরন সিং

ভারতের লোকসভায় বাংলাদেশকে স্বীকৃতি দান বিষয়ে ৫ ঘণ্টা ব্যাপী বিতর্কের পর পররাষ্ট্র মন্ত্রী সরন সিং বলেছেন বাংলাদেশ ও জাতীয় স্বার্থে তার দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে সরকার দ্বিধা করবে না। তিনি বলেন তার সরকার বাংলাদেশ পরিস্থিতির উপর গভীর ভাবে নজর রাখছে। লোকসভার বিতর্কের উদ্বোধনী ভাষণে সঞ্জিবায়া কংগ্রেসের অশোক কুমার বক্তব্য প্রদান করেন। তিনি অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতির দাবী জানান। ত্রিপুরা থেকে নির্বাচিত সিপিআই (এম)এর দশরথ দেব বলেন শুধু স্বীকৃতি নয় মুক্তিযোদ্ধাদের পাশে থেকে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানী সেনাদের বিতারন করতে হবে। সিপিআই এর হিরেন মুখার্জি বলেন আমরা কোন মতেই পূর্ব বাংলায় আর গনহত্যা চালাতে দিতে পারিনা। আর মেনে নিতে পারিনা পাকিস্তান বাহিনীর কাছে মুক্তি বাহিনীর পরাজয়। অপর আলোচক গন শরণার্থী সমস্যার উপর জোর দেন।