You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | অপারেশন চেঙ্গিস খান | ভারতের বেইজে পাকিস্তানের বিমান হামলা - সংগ্রামের নোটবুক

1971.12.03 | অপারেশন চেঙ্গিস খান | ভারতের বেইজে পাকিস্তানের বিমান হামলা

৩ ডিসেম্বর বিকেল আনুমানিক পাঁচটা চল্লিশ মিনিটে পশ্চিম ভারতে অবস্থিত আমাদের এয়ারফিল্ডের ওপরে পাকিস্তানি এয়ার ফোর্স বােমাবর্ষণ করে। এই আক্রমণ কয়েকটি এয়ারফিল্ড পর্যন্ত বিস্তৃত হলেও আমাদের ক্ষয়ক্ষতি খুব সামান্যই হয়েছিল। আজ পর্যন্ত আমি এই আক্রমণের পদ্ধতি ও টাইমিংয়ের কোনাে যৌক্তিকতা বুঝে উঠতে পারিনি। রিচার্ড সিসন (Richard Sisson) ও লিও রােজ (Leo Rose) তাদের লেখা ওয়ার অ্যান্ড সিজেশন (War and Secession) বইতে লিখেছেন যে, ইয়াহিয়ার যুদ্ধ ঘােষণার পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে।
প্রথমত, পশ্চিমা প্রচার মাধ্যমগুলােতে পাকিস্তান সম্পর্কে যেসব মন্তব্য করা হত, তাতে এই সেনানায়ক ক্ষুব্ধ হয়ে থাকবেন। কারণ সেখানে পাকিস্তানিদেরকে ভারতের দ্বারা শক্তিহীন জড়বুদ্ধি বা অর্বাচীন হিসেবে বর্ণনা করা হয়েছে।
দ্বিতীয়ত, পূর্ব পাকিস্তানে ভারতীয় কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক জনমত ও প্রতিক্রিয়া পাকিস্তানের পক্ষে যায়নি।
তৃতীয়ত, ‘কোনাে ব্যবস্থা না নিলে জনগণ ফাসিতে ঝােলাবে’ বলে ইয়াহিয়াকে ভুট্টো উপহাস করেন।
অবশেষে ৩০ নভেম্বর ভারতের বিরুদ্ধে যুদ্ধে শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ডি-ডে (D-Day) হিসেবে নির্ধারণ করা হয় ২ ডিসেম্বর, কিন্তু পরবর্তীতে তা একদিন পিছিয়ে যায়।
Reference:
সারেন্ডার অ্যাট ঢাকা একটি জাতির জন্ম | লে জেনারেল জে এফ আর জেকব