You dont have javascript enabled! Please enable it!

“বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র”
.

তোষামোদিই যেখানে মেজরিটি এমপিদের কর্ম ছিল, সেখানে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে দুই পাকিস্তানের বৈষম্য নিয়ে বঙ্গবন্ধু সরব হয়েছেন বারবার। ১৯৫৫ সালে করাচির পার্লামেন্টে দাড়িয়ে তিনি দৃঢ়কণ্ঠে দুই পাকিস্তানের বেতন বৈষম্য তুলে ধরেন। যেই ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করেছে পাকিস্তান আজীবন, সেই ইসলামের দৃষ্টিতেও যে পাকিস্তানিরা প্রতিনিয়ত অবিচার করে চলেছিল বাঙালির সাথে, সেটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি।

২৮ সেপ্টেম্বর ১৯৫৫ করাচী