You dont have javascript enabled! Please enable it!

একদিন বাঙালিদের কাপুরুষ বলতো দুনিয়ার অনেকে, একদিন বলতো বাঙালিরা ভীরু, একদিন বলতো বাঙালিরা মাজা (কোমর) খাড়া করে দাঁড়াতে জানে না, মানুষ হাইসে হাইসে বলতো একজন বিদেশী দেখলে বাঙালিরা পালিয়ে যেতো।

আজ গর্ব করে বলতে পারি, বাঙালি কাপুরুষ নয়, আজ গর্ব করে বলতে পারি, বাংলার ছেলে বুকের রক্ত দিয়ে বাংলার বোন ইজ্জত দিয়ে, বাংলা কৃষক রক্ত দিয়ে, বাংলার শ্রমিক জান দিয়ে, বাংলার ছাত্র বুকের রক্ত ঢেলে দিয়ে তাঁরা প্রমাণ করে দিয়েছে যে বাঙালি জাতী ভীরু নয়, বাঙালি জাতি দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জাতি, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলার পতাকা দুনিয়ায় ওড়ে।
.
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৮ মার্চ ১৯৭৩, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা