২৪ মে ১৯৭১ঃ মশিউর রহমান যাদু মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন
ন্যাপ সাধারন সম্পাদক মশিউর রহমান ভারত থেকে ফিরে এসেছেন এবং সামরিক সরকারের সাথে একাত্ম হয়েছেন।
নোটঃ তিনি ভারতে গেলেও দীর্ঘ এ সময়ে প্রবাসী সরকার বা তার দলের অন্যান্য নেতার সাথে সাক্ষাৎ করেননি বা মুক্তিযুদ্ধে পক্ষাবলম্বন করেননি। তিনি গিয়েছিলেন মওলানা ভাসানীর সাথে দেখা করে তাকে চীন বা বার্মায় পাঠিয়ে দিতে। মওলানা তার স্বাধীনতা বিরোধী ভুমিকা আগে জানতেন তাই তিনি তাকে সাক্ষাৎ দেননি। তিনি পূর্ব পাকিস্তান ফিরে এসে অখণ্ড পাকিস্তানের সমর্থক হয়ে সামরিক সরকারের সাথে হাত মিলান। ৭১ এর অক্টোবরে তিনি অন্যান্য মৌলবাদী শক্তির মত উপনির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি কয়েকটি সভা করেন এবং দল সংগঠিত করার চেষ্টা করেন। পরে জনগন ও তার দলের নেতা কর্মীদের সাড়া না পেয়ে নীরব হয়ে যান। পূর্ব পাকিস্তানে ফিরে আসায় মওলানা তাকে মৌখিক বরখাস্ত করেছিলেন। দালালীর জন্য মশিউর রহমান ৭২ এর শেষের দিকে আটক হন ৭৫ এর নভেম্বরে মুক্তি পান।