You dont have javascript enabled! Please enable it! 1971.05.23 | পেশোয়ারে পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া - সংগ্রামের নোটবুক

২৩ মে ১৯৭১ঃ পেশোয়ারে পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া

জমিয়তে ইসলাম হাজারভী গ্রুপের পূর্ব পাকিস্তান সভাপতি পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে এক সাংবাদিক সম্মেলনে বলেন পশ্চিম বঙ্গে পূর্ব পাকিস্তানীদের প্রবেশকে চ্যালেঞ্জ করে বলেন যারা সীমান্ত অতিক্রম করে ভারতীয় এলাকায় চলে গেছে তারা বস্তুত পক্ষে ভারতীয় এজেন্ট এবং অনু প্রবেশকারী। পাকিস্তানকে ধ্বংস করার জন্য ভারত তথাকথিত ঐ শরণার্থীদের পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিল অথবা তাদের ভাড়া করেছিল। সুতরাং তাদের পাকিস্তানে ফেরত পাঠাবার অজুহাতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে কুৎসা রটানো করা উচিত নয়।  তিনি দুই প্রদেশে পৃথক পৃথক ভাবে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করে বলেন এরুপ হলে দেশের সংহতি বিপন্ন হবে। তিনি বলেন অসহযোগ আন্দোলনের সময় পশ্চিম পাকিস্তানীদের সাথে খারাপ আচরণ করেছে ভারতীয় অনুপ্রবেশকারী এবং তাদের ভাড়াটে গুণ্ডারা। প্রকৃতপক্ষে পশ্চিম পাকিস্তানীদের প্রতি পূর্ব পাকিস্তানীদের গভীর ভালবাসা রয়েছে বলে তিনি জানান। তার দলের শীর্ষ নেতারা মার্চ মাসে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছিল বলে যে কথা বলা হচ্ছে তা তিনি খণ্ডন করে বলেন জাতীয় সংহতি ও অখণ্ডতার জন্য তার নেতাগন আওয়ামী লীগের নেতাদের সাথে মনোভাবের সামঞ্জস্য বিধানের চেষ্টা করেছিলেন।