You dont have javascript enabled! Please enable it! 1971.04.26 | বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি এস-ইউ-সি’র সমর্থন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি এস-ইউ-সি’র সমর্থন

এস-ইউ-সি’র নেতারা বাঙলাদেশে মুজিবরের নেতৃত্বে সশস্ত্র গণ অভ্যুত্থানকে সমর্থন করেছেন। আর স্বাধীন সার্বভৌম বাঙলাদেশকে যাতে ভারত সরকার স্বীকৃতি দেন তার জন্য চাপ সৃষ্টি করার আহ্বানকেও আমরা সমর্থন করি। অবশ্য এ কথা ঠিক, মুজিবরের নেতৃত্বের চরিত্র বিশ্লেষণে কোন কোন পার্টি গবেষণায় রত হয়েছেন। সেই গবেষণার চেয়ে স্বাধীন বাঙলার প্রতি সক্রিয় সমর্থন গঠন করাই এই মুহূর্তের কাজ। বাঙলাদেশের মানুষ যখন অস্ত্র ধারণ করে প্রতিক্রিয়াশীল সামরিক শাসনের বিরুদ্ধে লড়ছে তখন সেই লড়াইকে নিঃশর্তভাবে সমর্থন করাই কর্তব্য। মুজিবরের নেতৃত্বের শ্রেণি-চরিত্র এখন বিশ্লেষণ করার অর্থই হচ্ছে বাঙলাদেশের সংগ্রামের ক্ষতি করা। মুজিবরের চরিত্র যাই হােক না কেন বাঙলাদেশের মানুষ এখন রক্তক্ষয়ী ও জীবন-মরণ সংগ্রামে লিপ্ত হয়েছে।
কিন্তু এস,ইউ,সি নেতৃত্ব যেভাবে নৈতিক মানের অধঃপতনের দৃষ্টিভঙ্গী দিয়ে ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টির বিপর্যয়ের কারণ দেখিয়েছেন তা ভুল ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি ৩০ লক্ষ সদস্য থাকা সত্ত্বেও… এ কথা অনস্বীকার্য কিন্তু সেই বিপর্যয়ের কী অন্যত্র নৈতিক মানের অধঃপতনে মধ্যে নয়।

সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১