You dont have javascript enabled! Please enable it! নয়াদিল্লীতে আন্তর্জাতিক বুদ্ধিজীবী সম্মেলন ১৯৭১ | আঁন্দ্রে মারাে - সংগ্রামের নোটবুক

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নয়াদিল্লীতে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর নাগাদ এক আন্তর্জাতিক বুদ্ধিজীবী সম্মেলনের আয়ােজন করা হয়েছিলাে। বিশ্বের ২৪টি দেশের ১৫০ জনের মতাে বুদ্ধিজীবী এই সম্মেলনে যােগ দিয়ে বাংলাদেশের পক্ষে সােচ্চার হয়েছিলেন। প্রখ্যাত ফরাসী মনীষী #আঁন্দ্রে_মারােকে এই সম্মেলনের জন্য আমন্ত্রণলিপি পাঠানাে হয়েছিলাে। তিনি অপারগতার কথা জানিয়ে এক চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি এমর্মে জানিয়েছিলেন যে, তাঁর বয়স এখন সত্তরের ঊর্ধ্বে। এসময় প্যারিস থেকে বিমানে দিল্লী যাওয়ার ধকল সহ্য করার মতাে যদি তার শারীরিক সামর্থ্য থাকতাে, তাহলে তিনি আরও কিছুদূর এগিয়ে অস্ত্র হাতে বাংলাদেশের রণাঙ্গনে বাঙালী মুক্তিযােদ্ধাদের সঙ্গে কাঁধ মিলিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই-এ অংশ গ্রহণ করতেন। এতে অন্তত এই বয়েসেও তার জীবনের অভিজ্ঞতায় একটা নতুন অধ্যায় সংযােজিত হতাে।
Reference:
সূত্রঃ একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা – এম আর আখতার মুকুল
#সংগ্রামের_নোটবুক