You dont have javascript enabled! Please enable it! 1971.05.19 | চীন পাকিস্তান মৈত্রীর ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে চীনা কন্সাল জেনারেল চ্যাং ইং - সংগ্রামের নোটবুক

১৯ মে ১৯৭১ঃ চীন পাকিস্তান মৈত্রীর ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে চীনা কন্সাল জেনারেল চ্যাং ইং

ঢাকায় নিযুক্ত চীনের কন্সাল জেনারেল চ্যাং ইং বিকেলে ঢাকায় শাহবাগ হোটেলে শান্তি ও কল্যাণ পরিষদ আয়োজিত চীন পাকিস্তান মৈত্রীর ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে বলেন পূর্ব পাকিস্তানে যা ঘটছে সেটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সম্প্রসারন বাদীরা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন ভাবে হস্তক্ষেপ করছে। তিনি বলেন ভারতের এই জঘন্য মনোভাবের বিরুদ্ধে পাকিস্তানের জনগন রুখে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন দেশে এর বিরুদ্ধে ঘৃণার মনোভাব জাগ্রত করেছেন। তিনি বলেন পাকিস্তানের জাতীয় স্বাধীনতা ও দেশের সংহতি বৈদেশিক আক্রমন ও হস্তক্ষেপের বিরুদ্ধে চীন সবসময় পাশে থাকবে।  অনুষ্ঠানে চীন পাকিস্তান মৈত্রী সমিতির পূর্ব পাকিস্তান শাখার সভাপতি মীর্জা গোলাম হাফিজ উপস্থিত ছিলেন।