১৯ মে ১৯৭১ঃ জাতিসংঘের মহাসচিব উথান্ট শরণার্থীদের জন্য সাহায্য চেয়েছেন
জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রতিনিধিদল জাতিসংঘে ফিরে গিয়ে তাদের রিপোর্ট প্রকাশের পর জাতিসংঘের মহাসচিব উথান্ট নিউইয়র্কে বলেন, পূর্ব পাকিস্তান থেকে ভারতে আগত শরণার্থীদের জন্য আন্তজার্তিক সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি জানান পরবর্তী ৬ মাসের জন্য এ সকল শরণার্থীদের জন্য সাড়ে ১৭ কোটি ডলারের প্রয়োজন হবে। পাকিস্তান সরকার উথান্ট এর আবেদন তাদের প্রচার মাধ্যমে প্রচার না করার জন্য প্রায় সকল দেশকেই অনুরোধ করেছিল। তিনি আরো বলেন, এটা সুস্পষ্ট যে, যতদিন না তাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে, ততদিন আপৎকালীন ভিত্তিতে ব্যাপক বৈদেশিক সাহায্যের প্রয়োজন হবে। এ জন্য ভারত সরকার জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে যত শীঘ্র সম্ভব শরণার্থীদের সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন।