১৮ মে ১৯৭১ঃ নেজামে ইসলামী নেতা মওলানা আশরাফ আলী
পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী দলের সাধারন সম্পাদক মওলানা আশরাফ আলী (ধরমণ্ডলী) বলেছেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ, ভিত্তিহীন মিথ্যা প্রচারনা পুনরায় এ সত্যই প্রমানিত হল যে ভারত স্বাধীন পাকিস্তান রাষ্ট্রকে কিছুতেই সহ্য করতে পারছে না। তিনি বলেন আমি সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার লোক তাই ২ মাস ধরে ব্যাক্তিগতভাবে ভারতীয় অনুপ্রবেশকারীদের দেখছি। এও দেখছি ভারত কিভাবে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। তারা আমাদের রাস্তাঘাট, সেতু ধ্বংস করছে। যোগাযোগ ব্যাবস্থা ও খাদ্যশস্য এর ক্ষতি করছে। এসকল কাজে ভারতীয় প্ররোচনা স্পষ্ট। জনসাধারন এখন ভারতীয় অনুপ্রবেশকারীদের কু-মতলব বুঝতে পেরেছে। তাই তিনি দেশবাসীকে অবস্থার গুরুত্ব অনুধাবন করে আল্লাহর নিকট আত্মসমর্পিত নিষ্ঠাবান মুসলমান তথা ইসলামী মূল্যবোধ প্রবর্তনের স্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং পাকিস্তানী ও মুসলিম জাতীয়তাবাদ সৃষ্টিতে আপ্রান চেষ্টা করার আহ্বান জানান। তিনি বলেন এ প্রচেষ্টা একমাত্র পাকিস্তানই বিধান করতে পারে।