১৭ মে ১৯৭১ঃ জাতিসংঘে নিউজিল্যান্ড প্রতিনিধি
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক কমিটিতে শুনানি কালে নিউজিল্যান্ড প্রতিনিধি জেভি স্কট ভারতের পর্যবেক্ষক প্রতিনিধি সমর সেনের বক্তব্য সমর্থন করে বলেন জাতিসংঘ চার্টার ৫৫ ও ৫৬ ধারার আলোকে পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করা উচিত। তিনি বলেন পূর্ব পাকিস্তানে বিগত কয়েক সপ্তাহে যা ঘটছে তাতে অন্যান্য দেশের মত নিউজিল্যান্ডও সেখানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তিনি তার দেশের অস্থায়ী প্রধানমন্ত্রীর ১৪ এপ্রিলের বিবৃতির উল্লেখ করে বলেন পাকিস্তানের সাথে তার দেশের কমনওয়েলথ, সিয়াটো, কলম্বো প্লান অনুযায়ী ভালো সম্পর্ক বিদ্যমান। তার দেশ চায় পাকিস্তান অখণ্ড থাকুক কিন্তু তার দেশ সেখানকার পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা পূর্ব পাকিস্তানে জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রের মাধ্যমে সাহায্য করতে আগ্রহী। (সমর সেন এর বক্তব্য এর পোস্ট দেয়া হয়নি)