১৫ মে ১৯৭১ঃ এএসএম সোলায়মানের বেতার ভাষণ
কৃষক শ্রমিক পার্টির সভাপতি এএসএম সোলায়মান এক বেতার বক্তৃতায় বলেন, পাকিস্তানের অর্থনীতি ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়ার জন্য দেশপ্রেমিক জনগনের প্রতি আহবান জানান। সাম্প্রতিক গোলযোগে পূর্ব পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তা পুরন করার জন্য তিনি তাদের সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান। দীর্ঘ সংগ্রাম এবং লাখ লাখ মুসলমানের ত্যাগের ফসল বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তান টিকে থাকতেই প্রতিষ্ঠিত হয়েছে । তার দলের প্রতিষ্ঠাতা শেরে বাংলা এ দেশ প্রতিষ্ঠার জন্য বিরাট ত্যাগ স্বীকার করে গেছেন। কায়েদে আজমের নেতৃত্ব এ পাকিস্তান প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠার পর থেকেই ভারত পাকিস্তান ভাঙ্গার চেষ্টা করে যাচ্ছে। দুষ্কৃতকারীরা সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিনষ্ট করে প্রদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বিধ্বস্ত করার চেষ্টা করছে।