শরণার্থী সমস্যা নিয়ে মহাকরণে বৈঠক
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৬ নভেম্বর আজ মহাকরণে পশ্চিমবাঙলার শরণার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলােচনা হয়। আলােচনার মুখ্যসচিব, ত্রাণ সচিব, ২৪ পরগণার জেলাশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।
৮ নভেম্বরের মধ্যে শরণার্থীদের নাম নথিভুক্ত করার জন্য ইতিপূর্বে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিলেন। জানা গেল আজ পর্যন্ত বিভিন্ন শিবিরে এবং শিবিরের বাইরে শরণার্থীদের শতকরা পঞ্চাশ জন মাত্র নাম নথিভুক্ত করতে পেরেছেন। নাম নথিভুক্ত করার বিষয় নিয়েই আজ এই বৈঠকে আলােচনা হয়। জানা গেল শরণার্থীদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আরাে পিছিয়ে দেওয়া হতে পারে। সভায় শ্রীমতি মনােরমা বসু সভা নেত্রীত্ব করেন। বাঙলাদেশের বিপ্লবী আন্দোলনের নেতৃবৃন্দ সর্বশ্রী দেবেন্দ্রদত্ত, দেবেন ঘােষ, নলিনী দাশ প্রমুখ এই সভায় সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে বলেন যে বাঙলাদেশের মুক্তি সংগ্রামকে। সর্বোতভাবে সহায়তা দিয়ে ও তাকে জয় করেই শহীদ হীরালাল দাশ গুপ্তের স্মৃতি রক্ষা করা সম্ভব।
সূত্র: কালান্তর, ৭.১১.১৯৭১