You dont have javascript enabled! Please enable it!

চনপাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পিত বস্তি।

স্বাধীনের পর পর দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী গৃহহীন যারা ঢাকায় আশ্রয় নিয়েছিলেন তাদের এখানে পুনর্বাসিত করা হয়। বস্তিটি বিদেশী সাহায্য সংস্থার অর্থায়নেই চলছিল। পরবর্তীতে জনগনের মান উন্নয়নের পর তা বন্ধ হয়ে যায়। ৭৪ সালের দুর্ভিক্ষ পরবর্তী ঢাকা থেকে আরেক দফা দরিদ্র লোক সেখানে স্থানান্তর করা হয়। এ বস্তির এখন সব বাড়িঘর পাকা এবং আধাপাকা। এখানে এখন ৫০০০০ লোকের বসবাস। একটি বস্তির ভিতর এক ইউনিয়নের দুটি ওয়ার্ড। দুজন মেম্বার নির্বাচিত হন এই বাস্তহারাদের মধ্য থেকে।