You dont have javascript enabled! Please enable it! ভাসানী ৭১ সালে শেষের দিকে দিল্লীর অল ইন্ডিয়া মেডিক্যাল ইন্সটিটিউট এ চিকিৎসাধীন ছিলেন - সংগ্রামের নোটবুক

ভাসানী ৭১ সালে শেষের দিকে দিল্লীর অল ইন্ডিয়া মেডিক্যাল ইন্সটিটিউট এ চিকিৎসাধীন ছিলেন।

ভারত সরকার তাকে বিনা খরচে তাকে জীবনের সেরা চিকিৎসা প্রদান করেছিল। ফলস্বরূপ ইন্দিরা প্রশংসায় তিনি ভাসছিলেন। স্বদেশ প্রত্যাবর্তনের আগে তিনি আসামে দুয়েকটি জনসভায় ভাষণ দিয়েছিলেন হয়ত সে সভায় তিনি গান্ধী প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। অবশ্য বাংলাদেশে প্রবেশের পর তার মুখ উল্টে যায়।