৯ মে ১৯৭১ঃ মুক্তিযোদ্ধাদের গোপালগঞ্জ আক্রমন
ভোরে ২০০ জন মুক্তিযোদ্ধার একটি দল মেশিনগান, মর্টার নিয়ে শহরে প্রবেশ করে এলোপাথাড়ি গোলাগুলি শুরু করে। তারা গোপালগঞ্জ জেলখানায় যেয়ে জেলের গেট খুলে দেয় এবং সকল আসামী মুক্ত করে দেয়। আসামীদের মধ্যে ধলা মিয়া নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আছেন। পরে তারা ট্রেজারি এবং কয়েকটি ব্যাঙ্ক লুট করে। তারা জেলা অস্রাগার লুট করে এবং আব্দুল মজিদ নামে একজন বাঙালী ম্যাজিস্ট্রেটকে হত্যা করে। পরে তারা স্থানীয় জামাত নেতা আফসার মোল্লা ও শান্তি কমিটি নেতা আবুকে হত্তা করে। পরে তারা কাইউম মুসলিম লীগ নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী ওয়াহিদুজামান ঠাণ্ডা মিয়ার বাসভবন আক্রমন করে। সেখানে তারা তার বাড়ীর দারোয়ানকে হত্যা করে বাড়িটি আগুন দিয়ে জালিয়ে দেয়।