৮ মে ১৯৭১ঃ পশ্চিমবঙ্গ বিধান সভায় বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য সর্বসম্মত প্রস্তাব পাশ
৬ মে পশ্চিমবঙ্গ বিধান সভায় বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাবটি এনেছিলেন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি। প্রস্তাবে বলা হয় পাকিস্তানের বিগত সাধারন নির্বাচনে আওয়ামী লীগ নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার এই রায় মেনে না নিয়ে তাদের ব্যাপক হারে হত্যায় মেতে উঠে। তাই যে কোন গনতান্ত্রিক সরকারের উচিত সে দেশের সংগ্রামরত মানুষের সাহায্যে এগিয়ে আসা। এ ক্ষেত্রে বাস্তব সিদ্ধান্ত নিতে যত দেরী হবে সেখানে হত্যাযজ্ঞ এর পরিমান বেশী হবে। বিধান সভার সদস্যরা বাংলাদেশে নিহতদের স্মরনে দুই মিনিট নীরবতা পালন করেন। আলোচনায় কোন কোন বিধায়ক বাংলাদেশের পরিবর্তে পূর্ব পাকিস্তান বলায় বিধায়ক সুবোধ ব্যানার্জি তাদের বাংলাদেশ বলার আহবান জানান। বিরোধী দলীয় নেতা জ্যোতি বসু আনিত প্রস্তাব সমর্থন করে তার বক্তৃতা দেন। তিনি বলেন পাকিস্তান ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে আন্তজার্তিক সম্প্রদায়ের বুঝা উচিত এ ভাগের জন্য পাকিস্তান সরকারই দায়ী। তারা যদি নির্বাচনের গনরায় মেনে নিতেন তা হলে এ অবস্থা হত না। বিধায়ক আব্দুস সাত্তার বলেন শেখ মুজিবের জয়লাভ ইয়াহিয়া মেনে নিতে পারেননি। ইয়াহিয়া ইসলামের নাম দিয়ে গনহত্যা চালাচ্ছে এ হত্যা ইসলাম সমর্থন করে না। পরে ভোটে সর্বসম্মত ভাবে প্রস্তাবটি পাশ হয়। এর আগে ত্রিপুরা এবং উড়িষ্যা বিধান সভায় অনুরুপ প্রস্তাব পাশ হয়েছিল।