৬ মে ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আন্দোলন ১৯৭১- এফআর খান
আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন স্থপতি এফআর খান আমেরিকায় বাংলাদেশ আন্দোলন সফল করার উদ্দেশে লন্ডনের কমিটির সাথে মতবিনিময়ের জন্য লন্ডন আসেন। ৬ তারিখ তিনি বিচারপতি চৌধুরীর সাথে দেখা করেন। বিচারপতি চৌধুরী এফআর খানের সাথে শলা পরামর্শ করে তার প্রস্তাবিত আমেরিকা সফরের রূপরেখা তৈরি করেন। এফ আর খান শিকাগো শহরে একাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশ আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি বাঙ্গালীদের একত্র করেই ওয়াশিংটনে পাঠাতেন। ওয়াশিংটনে বাঙ্গালীরা সিনেটর ও কংগ্রেস ম্যানদের সাথে দেখা করে শেখ মুজিবের মুক্তি, বাংলাদেশকে স্বীকৃতি, বাংলাদেশ থেকে পাক সেনা প্রত্যাহার বিষয়ে তাদের অনুপ্রানিত করতেন। এরুপ করার ফলে বেশ কয়েকজন কংগ্রেস ম্যান এবং সিনেটর বাংলাদেশের পক্ষে বিবৃতি দেন। ছবিতে এ আর মল্লিক যুক্তরাষ্ট্র সফরকালে এফ আর খানের সাথে সাক্ষাৎ করেন।