৫ মে ১৯৭১ঃ শান্তি কমিটির মিছিল ও সভা
চাদপুরে ৫০০ জনের শান্তি কমিটির একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। চাদপুরের সভায় সভাপতিত্ব করেন স্থানীয় শান্তি কমিটি প্রধান এম এ সালাম। মিছিলটি দুই ঘণ্টা যাবত শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। তারা কায়েদে আজম, প্রেসিডেন্ট ইয়াহিয়ার এর ছবি সহ ব্যানার ফেস্টুন বহন করে এবং বিভিন্ন শ্লোগান দেয়। পরে স্থানীয় মিউনিসিপাল পার্কে সভা করে। এর আগে শান্তি কমিটির আরও সভা হয়েছে ঢাকা, রংপুর, কুমিল্লায়। পাক অনুগতদের ৩০০ জনের এক সভা ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়।