২ মে ১৯৭১ঃ পাকিস্তানী বাহিনীর রামগড় দখল
সকালে পাকিস্তানি সেনাবাহিনী কামান ও মর্টারের সাহায্যে রামগড়ে অবস্থিত মুক্তিযোদ্ধাদের চট্টগ্রাম সেক্টরের সদর দপ্তরে দু দিক থেকে আক্রমণ চালায়। সারাদিন যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা রামগড় ত্যাগ করে সীমান্ত পার হয়ে ভারতের সাবরুমে অবসাথান নেয়। পাকসেনারা রাতে রামগড়ে প্রবেশ করে হত্যা, ধর্ষণ ও নারকীয় কর্মকান্ড চালায়। তারা রামগড় শহর জ্বালিয়ে দেয়। পাকিস্তান বাহিনী এক প্রেস রিলিজে জানায় তারা রামগড় দখলে নিয়েছে এবং সেখান থেকে শত্রুদের সম্পূর্ণ ভাবে বিতারন করেছে এবং প্রচুর অস্র আটক করেছে।