৩০ এপ্রিল ১৯৭১ঃ কলকাতায় পাকিস্তানী কূটনীতিকরা এখনো গৃহবন্দী
রয়টারের সুত্র দিয়ে পাকিস্তানী সংবাদ মাধ্যম জানিয়েছেন কলকাতায় পাকিস্তানী কূটনীতিকরা এখনো গৃহবন্দী অবস্থায় সময় কাটাচ্ছেন। তাদের সেখানে নবনিযুক্ত ডেপুটি হাই কমিশনার মেহেদি মাসুদের সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। ডেপুটি হাই কমিশনার মেহেদি মাসুদ দিল্লীতে তার হাই কমিশনার সাজ্জাদ হায়দারের সাথে কথা বলছেন। আজ তাকে নতুন বাসভবনে স্থানান্তর করা হয়েছে। তার কর্মচারীদের এখনো তার সাথে দেখা করতে দেয়া হয়নি। পাকিস্তান দাবী করেছে তাদের কোন কর্মচারী (৭০ বাঙ্গালী ) যদি পাকিস্তানে যেতে না চায় সেরূপ ক্ষেত্রে তাদের মেহেদী মাসুদের সামনে ব্যক্তিগত ভাবে শুনানির সুযোগ দিতে হবে। এর আগের দাবী ছিল সকল কেই পাকিস্তান ফেরত পাঠাতে হবে।