৩০শে এপ্রিল ১৯৭১ঃ মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহায়তা শুরু
এই দিনে ভারত সরকার সরকারী ভাবে বাংলাদেশের প্রবাসী সরকারের সামরিক বাহিনীকে সহায়তার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন স্থানে প্রশিক্ষন শিবির স্থাপন এবং সিনিয়র সেনা কর্মকর্তা নিয়োগ (মেজর- ব্রিগেডিয়ার) দেয়ার জন্য বাছাই শুরু হয়। কলকাতার ইস্টার্ন কম্যান্ডের আওতায় পরিচালক মুক্তিবাহিনী পদ সৃষ্টি করা হয়।
নোটঃ এ পদে প্রথম নিয়োগ পান মেজর জেনারেল ও,এস কালকাট ( ৯ মে থেকে আগস্ট ) মেজর জেনারেল বিএন সরকার ( আগস্ট — )