২৯ এপ্রিল ১৯৭১ঃ ব্রিটেনে পাকিস্তান ক্রিকেট দলের সফরের প্রতিবাদে বাঙ্গালী
এদিন ২৭ নং চার্লস স্ট্রিটে বিক্ষোভের সময় গতকালের আটক ৩৫ জনকে আজ কোর্টে নেয়া হয়। আদালতে সবাই তাদের দোষ স্বীকার করে বলেন পাকিস্তান সেনাবাহিনী যখন বাংলাদেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন পাকিস্তান ক্রিকেট টীমকে সফরে পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখাচ্ছে। তারা বলেন তারা ব্রিটিশ সরকারের আইন অমান্য করেছে পাকিস্তানীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য, ব্রিটেনকে অমর্যাদা করার জন্য নয়। আদালত তাদের বক্তব্য এ সন্তোষ প্রকাশ করে সবাইকে ৫ পাউনড করে জরিমানা করেন। আন্দোলনের খবর পত্রিকা সমুহে ফলাও করে প্রচারিত হয়। পরবর্তী খেলার সময়ে বিক্ষোভ করার জন্য এদিন প্রস্তুতি নেয়া হয়। ১ তারিখ উরসেষ্টশায়ারে প্রথম ওয়ার্ম আপ ম্যাচ আছে।