You dont have javascript enabled! Please enable it! 1971.04.28 | অস্ত্র সাহায্যের জন্য তাজ উদ্দিনের আবেদন - সংগ্রামের নোটবুক

২৮ এপ্রিল ১৯৭১ঃ অস্র সাহায্যের জন্য তাজ উদ্দিনের আবেদন

প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এক ভাষণে প্রতিবেশী দেশ গুলোকে বাংলাদেশকে স্বীকৃতি এবং এদেশকে অস্র সাহায্য দেবার আহবান জানিয়েছেন। তিনি বলেন দিনাজপুর, রংপুর, ফরিদপুর, বগুরা, ময়মনসিংহ এর বেশীরভাগ এলাকা এখনও বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রনে আছে। তিনি দেশবাসীকে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে পাক বাহিনীকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিদেশে প্রবাসী বাঙ্গালীদের স্বাধীনতার পক্ষে যতদুর সম্ভব সাহায্য সহযোগিতার আহবান জানিয়েছেন।