You dont have javascript enabled! Please enable it! 1971.04.28 | পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টির মার্ক্সবাদী লেলিনবাদী সভা - সংগ্রামের নোটবুক

২৮ এপ্রিল ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টির (মার্ক্সবাদী লেলিনবাদী) সভা

নোয়াখালী জেলার লক্ষ্মীপুর মহকুমার দাসের হাট মাদ্রাসায় পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টি মার্ক্সবাদী লেলিনবাদীর সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সভাপতি মোঃ তোহায়া সহ ২০-২৫ জন নেতা অংশ গ্রহন করেন। নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাও এ সভায় অংশ গ্রহন করেন। তিনি তার দলের নেতা কর্মীদের শ্রেণী সংগ্রাম আরও জোরদার করার আহবান জানান। তিনি গেরিলা কার্যক্রম জোরদার করার লক্ষে পাকিস্তান সেনাবাহিনীর সাথে কোনরূপ সংঘর্ষে না জড়ানোর জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন তবে শ্রেণী শত্রুদের কেউ পাকিস্তান বাহিনীর দালালী করলে তাকে নির্মূল করার নির্দেশ দেন। সভায় সিদ্ধান্ত নেয়া হয় দলের বাহিনীর প্রশিক্ষনের জন্য আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচী সমর্থন করবে তবে সরাসরি অংশ নিবে না। সভায় জানানো হয় খুলনা ও যশোরের ৫০ জনের তিনটি দল ভারত থেকে প্রশিক্ষন সমাপ্ত করে দেশে প্রবেশ করেছে। 

নোটঃ তোহায়ার বাহিনী ৫০০০০ এ পৌছার পর চীনের নির্দেশে তারা ৭১ এর মাঝামাঝি সময়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়।