You dont have javascript enabled! Please enable it! 1971.04.27 | ফজলুল কাদের চৌধুরীর রেডিও ভাষণ - সংগ্রামের নোটবুক

২৭ এপ্রিল ১৯৭১ঃ ফজলুল কাদের চৌধুরীর রেডিও ভাষণ

কনভেনশন মুসলিম লীগ সভাপতি ও সাবেক জাতীয় পরিষদ স্পীকার ফজলুল কাদের চৌধুরী রেডিও পাকিস্তান থেকে এক বেতার ভাষণে ভারতের দুরভিসন্ধি এবং তাদের অনুচরদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাড়িয়ে পাকিস্তানকে যে কোন মূল্যে রক্ষার উদ্দেশে দলমত নির্বিশেষে সংঘবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জনগন কে সতর্ক করে বলেন ভারতীয় অনুপ্রবেশকারীগন আমাদের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আমাদের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশবাসী জানেন আমাদের প্রদেশে ২০ লাখ টন খাদ্য শস্য ঘাটতি আছে। যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে তারা খাদ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি করে তারা প্রদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করতে চায়। তিনি বলেন আমাদের নিজেদের মধ্যে মত পার্থক্য আমরা নিজেরা সমাধান করব। তিনি বলেন পাকিস্তানের অখণ্ডতা এবং সংহতি রক্ষার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব। তারা মিথ্যা প্রচারনার দ্বারা আমাদের জনগণকে বিভ্রান্ত করছে। আর এজন্য আমি আমার জান কোরবান দিতে প্রস্তুত আছি। আমি বিশ্বকে জানিয়ে দিতে চাই পাকিস্তানকে টুকরা টুকরা করার অধিকার জনগন কাউকেই দেয়নি।