You dont have javascript enabled! Please enable it! 1971.04.26 | শান্তি ও কল্যাণ কমিটির শাখা গঠনের জন্য নেতা নিয়োগ - সংগ্রামের নোটবুক

২৬ এপ্রিল ১৯৭১ঃ শান্তি ও কল্যাণ কমিটির শাখা গঠনের জন্য নেতা নিয়োগ

কেন্দ্রীয় শান্তি কমিটির অনুরূপ মৌলবি ফরিদ আহমদের নেতৃত্বাধীন শান্তি ও কল্যাণ কমিটির শাখা গঠনের জন্য বিভিন্ন এলাকায় নেতা নিয়োগ করা হয়েছে। এরা হলেন মওলানা বশির উল্লাহ আতাহারী ও এডভোকেট নুরুল ইসলাম সিকদার সাবেক এমএনএ বরিশাল। মৌলবি মতিয়ার রহমান চৌধুরী ও মৌলবি আহমদ জান মোক্তার দিনাজপুর। মমতাজুর রহমান ঈশ্বরদী। বগুড়া জামে মসজিদের ইমাম। খুলনা জামে মসজিদের ইমাম। পটুয়াখালী জামে মসজিদের ইমাম ও কসিম উদ্দিন সিকদার সাবেক এমএনএ। মাদারীপুর জামে মসজিদের ইমাম। তারা কমিটি গঠন করে তার তালিকা নিকটবর্তী সামরিক করতিপক্ষের কাছে ও কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করবেন। কমিটি পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষা ভারতীয় অনুচরদের বিষয়ে তথ্য সংগ্রহ ও তাদের কার্যকলাপ প্রতিরোধে সামরিক বাহিনীকে সহায়তা করবেন।