বাঙলাদেশের বিরুদ্ধে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য অনশন
নয়াদিল্লী, ২৯ এপ্রিল (ইউএনআই) দিল্লীর সর্বোদয় মণ্ডলের শান্তিসেনা সমিতির ৫ জন সদস্য পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করার প্রতিবাদে আজ মার্কিন দূতাবাসের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন।
অনশন ধর্মঘটীদের নেতা শ্রী তপেশ্বর নাথ জুতসি মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কেটিংকে জানিয়েছে মার্কিন অস্ত্র সরবরাহের ফলে ইয়াহিয়া খান বাঙলাদেশের নিরস্ত্র ও নিরপরাধ মানুষের উপর নৃশংস অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য তার সরকারকে অনুরােধ করতে শ্রীজুতসি আবেদন করেছেন।
সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১