২৫ এপ্রিল ১৯৭১ঃ সিলেটে প্রতিরোধ যুদ্ধ
তামাবিল সীমান্তে ইপিআরদের সাথে প্রতিরোধে অংশ নেয়া বেশীরভাগ বিএসএফ হটাত চলে যায়। পাক বাহিনী ভোরে প্রচণ্ড হামলা করে এতে মুক্তিবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় ভারতে আশ্রয় নেয়। বি এস এফ এদের আশ্রয় খাওয়া দাওয়ার দায়িত্ব নেয়। যুদ্ধে পলায়নরত মুক্তি বাহিনীর ৭০-৭৫ জন নিহত হয়। বাঙ্কারে ২০-২৫ জন নিহত হয়। এখানে ক্যাপ্টেন মুত্তালিবের বাহিনী অবস্থান নিয়ে বাহিনী পুনর্গঠন শুরু করে। পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস রিলিজে জানিয়েছে সীমান্তের ১৪ মাইল ভিতরে তারা তিন শতাধিক অনুপ্রবেশকারী হত্যা করেছে। গোলাপগঞ্জ এ তারা দুজন বিএসএফ আটক করেছে। প্রচুর অস্র গোলাবারুদ আটক করেছে।