২৪ এপ্রিল ১৯৭১ঃ রাজশাহী বিদ্রোহী মুক্ত
পাকিস্তান সেনাবাহিনী এক প্রেস রিলিজে জানিয়েছে সারদা পুলিশ একাডেমী সহ সমগ্র রাজশাহী জেলা শত্রুমুক্ত করা হয়েছে। গতকালের যুদ্ধে আওয়ামী লীগের নেতাদের একটি চিঠি সহ পাক বাহিনী কিছু ভারতীয় অস্র আটক করে। অস্রের মধ্যে ছিল একটি চেকস্লভিয়ান ভারী মেশিন গান যা ভারত ব্যাবহার করে থাকে। পাকিস্তান কোন চেকস্লভিয়ান অস্র ব্যাবহার করেনা। যে পত্র উদ্ধার করা হয়েছে তা চাপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের প্যাডে লেখা। লিখেছেন এমপিএ ডাঃ মেসবাউল হক বাচ্চু। সেনাবাহিনী গতকাল একদল সাংবাদিককে এনে এগুলি প্রদর্শন করেছে। এদের মধ্যে ছিলেন এপিপির আলতাফ জাওয়ার। সকল সংবাদপত্র এপিপির বরাত দিয়ে এ সংবাদ পরদিন প্রকাশ করে।