You dont have javascript enabled! Please enable it! 1971.04.24 | যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন - সংগ্রামের নোটবুক

২৪ এপ্রিল ১৯৭১ঃ যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন

কভেন্ট্রিতে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ একশন কমিটি গঠন করা হয়। ১৪ টি সংগঠনের ১২৫ জন প্রতিনিধি ও ২৫ জন পর্যবেক্ষক সম্মেলনে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন লুলু বিলকিস বানু। কমিটির ৫ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এরা হলেন আজিজুর রহমান, কবির চৌধুরী, মনোয়ার হোসেন, শেখ আব্দুল মান্নান, শামসুর রহমান। কমিটির উপদেষ্টা হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। সভায় বিচারপতি আবু সাইদ চৌধুরী মুজিব নগর সরকারের দেয়া নিয়োগপত্র পড়ে শোনান। পত্রটি কলকাতা থেকে নিয়ে এসেছিলেন জনাব রকিব উদ্দিন। গতকাল তিনি পত্রটি তার কাছে হস্তান্তর করেন।  দি টাইমস উল্লেখ করেছে বাংলাদেশের নক্সালপন্থীরা স্বাধীনতার বিরোধিতা করছে। তারা বলছে তথাকথিত স্বাধীনতা আন্দোলন চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত ছাড়া আর কিছু নহে। তাদের সবচেয়ে বড় অংশের নেতা মোঃ তোহায়া ইয়াহিয়া বিরোধিতা বাদ দিয়েছেন।