এই বিলটির ব্যাপারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি ছয় সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সাবেক প্রধান বিচারপতি ড: এফ. কে. এম. এ মুনীম-এর নেতৃত্বে গঠিত একটি স্থায়ী আইন কমিশনে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের ব্যাপারে মতামত প্রদানর জন্য প্রেরণ করা হয়। বিচারপতি আমিন-উর-রহমান খান ও বিচারপতি নাইম উদ্দিন আহমেদও কমিশনে অন্তর্ভুক্ত ছিলেন। তারা ১৭ অক্টোবর ‘৯৬ তারিখে নিম্নরূপ মতামত প্রদান করেছেন— “The Law Commission has examined the Indemanity Ordinance, 1975, with reference to paragraph 18 of the 4th schedule to the constitution inserted by S.2 of the Con ution (Fifth Amendment) Act. 1979 and Article 142 of the Constitution.
সূত্রঃ ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস্ বঙ্গবন্ধু হত্যাকান্ড অধ্যাপক আবু সাইয়িদ