You dont have javascript enabled! Please enable it! 1971.04.22 | আখতার সোলায়মানের বিবৃতি - সংগ্রামের নোটবুক

২২ এপ্রিল ১৯৭১ঃ আখতার সোলায়মানের বিবৃতি

সোহরাওয়ারদীর একমাত্র কন্যা বেগম আখতার সোলায়মান করাচীতে এক বিবৃতিতে বলেছেন সরকার পূর্ব পাকিস্তানে যে সামরিক কার্যক্রম গ্রহন করেছে দেশকে সম্পূর্ণ দুশমনের হাত থেকে রক্ষার জন্যই, আর এ ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না। তিনি বলেন প্রেসিডেন্ট জাতির কাছে তার প্রতিশ্রুতি রক্ষার্থে যে প্রশংসনীয় কার্যক্রম গ্রহন করেন সে জন্য সমগ্র পাকিস্তানী তার কাছে কৃতজ্ঞ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ঘটনা ভিন্ন দিকে যাওয়ায় সামরিক পদক্ষেপ গ্রহন ছাড়া আর কোন উপায় ছিল না। তিনি বলেন পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় এজেন্ট ও চক্রান্তকারীর দুরভিসন্ধি ও তাদের গোপন চক্রান্ত ফাঁস করে দিয়েছে। ইহা ছাড়া সেনাবাহিনী বিপুল পরিমান অস্রসস্র, গোলাবারুদ আটক ও ধ্বংসের মাধ্যমে গত কয়েক বছর হিন্দুস্থানীগন যে পুজি বিনিয়োগ করেছিলেন তাহাও বন্ধ করে দিয়েছে।