২১ এপ্রিল ১৯৭১ঃ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ভাসানীর তারবার্তা
মওলানা ভাসানি বাংলাদেশে পাক বাহিনীর নির্যাতন বন্ধ ও বাংলাদেশকে স্বীকৃতির জন্য ৭টি দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক দল প্রধান ও ৩টি বিশ্ব সংস্থা প্রধানের নিকট তার বার্তা দিয়েছেন। দেশ গুলি হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন (২ টি), সোভিয়েত ইউনিয়ন(৩টি), ফ্রান্স, যুগোস্লভিয়া, মিশর। সংস্থা গুলির মধ্যে জাতিসংঘ, আরব লীগ, আফ্রিকান ঐক্য সংস্থা। উল্লেখ্য ওআইসি প্রধানের নিকট কোন বার্তা দেননি।