You dont have javascript enabled! Please enable it! 1971.04.21 | সবুর খানের বিবৃতি - সংগ্রামের নোটবুক

২১ এপ্রিল ১৯৭১ঃ সবুর খানের বিবৃতি

কাইউম মুসলিম লীগের পদত্যাগী সভাপতি সবুর খান বলেছেন বীর সেনাবাহিনীর পাশে এসে দাড়িয়ে শত্রুদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশপ্রেমিক জনগনের প্রতি আহবান জানিয়েছেন। ভারত ও তার ক্রীড়নক আমাদের যোগাযোগ খাদ্য শস্য বিদ্যুৎ সরবরাহ বেবস্থা পঙ্গু করে দেওয়ার জন্য নাশকতা মুলক কাজ করে যাচ্ছে। তাই শত্রুদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দেশপ্রেমিক জনগনের সাহায্য জরুরী হয়ে পড়েছে। স্থানীয় সামরিক ইউনিট গুলোকে সহযোগিতার জন্য তিনি এলাকায় এলাকায় কমিটি গঠন করার আহবান জানান। এসব কমিটি সেতু সড়ক বিদ্যুৎ টেলিফোন বেবস্থার উপর নজর রাখবে এবং ভারতীয় অনুপ্রবেশকারীদের ঘৃণ্য চক্রান্ত নস্যাৎ করার উপর নজরদারি করবে। তিনি ভারতীয় বেতারের প্রচার বা গুজবের উপর বিভ্রান্ত না হওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান। তিনি বলেন পাকিস্তান জাতীয়তাবাদের বদলে বাঙ্গালী জাতীয়তাবাদের প্রক্ষেপ করার আওয়ামী লীগের প্রচেষ্টা পাকিস্তান প্রতিষ্ঠার মুল উদ্দেশ্যকে বেরথ করার সূক্ষ্ম পন্থা ছাড়া আর কিছুই নহে। তিনি বলেন মুজিব পহেলা মার্চের অধিবেশন স্থগিতের পক্ষপাতি ছিলেন কিন্তু এ স্থগিত ঘোষণাকে তিনি লুটপাট অগ্নিসংযোগ হত্যাকাণ্ড এবং অন্যান্য কৌশলের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব শুরু করার কাজে লাগান।