২০ এপ্রিল ১৯৭১ঃ কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যকরী কমিটির বৈঠক
খাজা খয়ের উদ্দিন এর সভাপতিত্তে কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় কমিটি গঠন জোরদার করার লক্ষে ৪ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেয়া হয় এরা হলেন গোলাম আজম, আব্দুল জব্বার খদ্দর ফেনী, মাহমুদ আলী সুনামগঞ্জ, আবুল কাশেম কুড়িগ্রাম। সভায় আগে নিয়োগ করা লালবাগের লিয়াজো কর্মকর্তা এস হাবিবুল হককে বাদ দিয়ে মাহবুবুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে। সভা আরও কয়েক জনকে লিয়াজো কর্মকর্তা হিসেবে কো অপ্ত করা হয়েছে। এরা হলেন ফজলুল হক চৌধুরী উত্তর শাহজাহানপুর, শাহ মহিউদ্দিন দক্ষিন কমলাপুর, আব্দুল হাই মালিবাগ, মশিউল ইসলাম সেন্ট্রাল রোড,আব্দুল খালেক লালবাগ। সভা দৈনন্দিন কাজকর্ম মনিটর করার জন্য একটি সাব কমিটি গঠন করেছে। এর সদস্যরা হলেন একিউএম শফিকুল ইসলাম, গোলাম আজম, জব্বার খদ্দর, এএসএম সোলায়মান, আব্দুল মতিন, খাজা খয়ের উদ্দিন। সভায় কয়েকটি এলাকার শান্তি কমিটির অনুমোদন দেয়া হয়।