ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি
আগরতলা ২২ এপ্রিল (ইউ.এন. আই)- পূর্ববঙ্গের উদ্বাস্তুদের সুযােগ নিয়ে যারা কালােবাজারী মুনাফাকারী ও মজুতদারীকে মদত যােগাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্রলাল সিংহ তার হুঁশিয়ারি জানিয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন যে পূর্ববঙ্গে সাম্প্রতিক ঘটনার ফলে প্রায় ১০ হাজার উদ্বাস্তু ত্রিপুরায় আশ্রয় নিয়েছে।
শ্রীসিংহ এক আবেদনে ত্রিপুরায় আশ্রিত উদ্বাস্তুদের পরিচর্যার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তিনি সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে জনগণকে নিজেদের হাতে আইন তুলে না নেওয়ার জন্য অনুরােধ করেছেন।
সূত্র: কালান্তর, ২৩.৪.১৯৭১