You dont have javascript enabled! Please enable it!

১৯ এপ্রিল ১৯৭১ঃ কলকাতার মিশন ভবন উদ্ধারে ভারতের সাহায্য কামনা

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে জানানো হয় যে, কূটনীতিক রীতিনীতি মেনে চলা এবং কলকাতায় পাকিস্তান মিশন রক্ষা করা ভারতের দায়িত্ব বলে পাকিস্তান মনে করে। পাকিস্তান সরকারের প্রতিনিধিত্ব করছেন না এমন কাজে যে কোন লোকের পাকিস্তান মিশন ভবন ব্যবহার বেআইনি। এদের কাছ থেকে মিশন ভবন রক্ষা করা ভারতের দায়িত্ব। পাকিস্তান অবিলম্বে তাদের মিশন ভবন উদ্ধার করে দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়েছেন।