১৯ এপ্রিল ১৯৭১ঃ উত্তরবঙ্গে প্রতিরোধ ও দুই অফিসারের পলায়ন
পাকিস্তানি বাহিনী পাঁচবিবির দিক থেকে হিলি আক্রমণ করে। সেদিন পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমাদের চার ঘণ্টা যুদ্ধ চলে। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্য নিহত হয়। আমাদের তীব্র আক্রমণের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। সেদিন চরখাই থেকে দুটি কোম্পানিকে হিলিতে চলে আসার নির্দেশ দিই। স্বাধীনতা সংগ্রামের এ পর্যায়ে ক্যাপ্টেন আশরাফ ও লেফটেন্যান্ট মোখলেস তাদের জওয়ানদের ফেলে পালিয়ে যায়।