১৭ এপ্রিল ১৯৭১ঃ আগরতলায় পূর্ব পাকিস্তান সহায়ক সমিতি গঠিত
আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ এর বাসভবনে শতাধিক গণ্যমান্য নাগরিকের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ব পাকিস্তান সহায়ক সমিতি গঠিত হয়েছে। এর আহ্বায়ক হয়েছেন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ। সদস্যরা হলেন অর্থমন্ত্রী কৃষ্ণ দাস ভট্টাচার্য, পিকে দাস, উপাধ্যক্ষ মনোরঞ্জন নাথ, সুখময় সেন গুপ্ত, ঘোষ দেব বর্মা এমএলএ, ইউকে রায় এমএলএ, কার্ত্তিক ভট্টাচার্য, অধ্যক্ষ এসকে চৌধুরী, এইচ এল চেটারজি, ডাঃ আর দত্ত, এডভোকেট মনোরঞ্জন চৌধুরী, এস ভট্টাচার্য, পর্যটন ও জনসংযোগ কর্মকর্তা, এমকে চক্রবর্তী উপ অধিকর্তা যুব দপ্তর, কেপি দত্ত উপ অধিকর্তা শিক্ষা বিভাগ।