১৮ এপ্রিল ১৯৭১ঃ নবগঠিত ৪ নং সেক্টরের কার্যক্রম শুরু
নবগঠিত ৪ নং সেক্টরের অধিনায়ক তার অধীনস্থ অফিসারদের নিয়ে বেনাপোলের কগজপুকুরে তার ৪ নং সেক্টরের কার্যক্রম শুরু করেছেন। তার সাথে যোগ দিয়েছেন ক্যাপ্টেন এআর আজম চৌধুরী, ক্যাপ্টেন এটিএম সালাহ উদ্দিন, ক্যাপ্টেন মুস্তাফিজ (সাবেক সেনাপ্রধান) ক্যাপ্টেন শফিকুল হক, ক্যাপ্টেন তৌফিক ইলাহি চৌধুরী, ক্যাপ্টেন মাহবুব উদ্দিন আহম্মদ, ক্যাপ্টেন নুরুল হুদা, ক্যাপ্টেন ওহাব, ডাঃ আসহাব উদ্দিন এমপিএ। মেজর হাফিজ নবগঠিত সেক্টরের সাথে অঙ্গীভূত হয়েছেন। মুজিবনগরে ক্যাপ্টেন আজমকে রেখে বাকী সকল সৈন্য কাগজপুকুর সমবেত হয়।