৬-৯-৭৩ দৈনিক বাংলা দালালীর দায়ে তিন জনের যাবজীবন কারাদণ্ড
বরিশাল, ৫ই সেপ্টেম্বর দখলদার বাহিনীর দালালী করার দায়ে একটি ট্রাইব্যুনাল। আব্দুল আজিজ, আব্দুল জব্বার ও আবদুল রাজ্জাক নামক তিন ব্যক্তিকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দখলদার যুগে তারা হত্যাকাণ্ড চালায় বলে ট্রাইব্যুনালে প্রমাণিত হয়। উক্ত অভিযুক্তগণ দখলদার বাহিনীর সহযােগিতায় রাজাপুর থানার আওয়ামীলীগ নেতা জনাব শাহ জামালকে ১৯৭১ সালের ২৯শে নভেম্বর রাতে ভুতের মরাখাল ও বিশখালী নদীর সংযােগস্থলে নিয়ে যায় ও গুলি করে হত্যা করে বলে মামলার শুনানীতে জানা যায়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম