১৯-৬-৭৩ দৈনিক ইত্তেফাক বরিশালে পাক বাহিনীর দালালীর অভিযােগে আইনজীবী দণ্ডিত
পাক আমলে তথাকথিত জেলা শান্তি কমিটির সভাপতি আইয়ুব সরকারের অধীনে পার্লামেন্টারী সেক্রেটারি এডভােকেট আবদুর রবকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হইয়াছে। অনাদায়ে আরাে ১ মাস সশ্রম কারাদণ্ড ভােগ করিতে হইবে। ১৯৭১ সালে তথাকথিত উপনির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে পাক হানাদার বাহিনীর দালালী করার দায়ে তাহাকে অভিযুক্ত করা হয়।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম