১৭-৬-৭৩ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে এডভােকেট রব দণ্ডিত
বরিশাল ১৬ই জুন দখলদার আমলে উপনির্বাচনে অংশগ্রহণ করে পাকবাহিনীকে সহযােগিতা করার দায়ে তথা কথিত শান্তি কমিটির সভাপতি এড. আব্দুর রবকে দোষী সাব্যস্ত এবং এক হাজার টাকা জরিমানা সহ তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দোষী ব্যক্তি জরিমানার টাকা প্রদান করতে না পারলে তাকে আরাে একমাসের কারাদণ্ড ভােগ করতে হবে। সম্প্রতি চার নম্বর ট্রাইব্যুনালে তার বিচার অনুষ্ঠিত হয়। আরাে চার ব্যক্তি দণ্ডিত। বরিশাল থেকে বাসস জানিয়েছেন বেআইনী অস্ত্র রাখার দায়ে আরাে চার ব্যক্তিকে রাষ্ট্রপতির ৪০নং আদেশ বলে দণ্ডিত করা হয়েছে। একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট তাদের বিচার করেন। বিচারের এদের প্রত্যেককে পাঁচশত টাকা জরিমানাসহ চার বছরের সশ্রম কারাদণ্ড সহ অনাদায়ে আরাে একমাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম