You dont have javascript enabled! Please enable it! 1973.02.09 | দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে ১০ বছর কারাদণ্ড - সংগ্রামের নোটবুক
৯-২-৭৩ দৈনিক পূর্বদেশ দালালীর দায়ে ১০ বছর কারাদণ্ড
পাবনা, ১০ই জানুয়ারী পাবনা ২নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারপতি জনাব কবিরুদ্দিন আহম্মদ দালালীর অভিযােগে অভিযুক্ত সদর মহাকুমার আটঘরিয়া থানার সঞ্চয়পুর গ্রামের জনৈক আবদুল গফুর (পিতা সাদেল প্রামাণিক) ও কুষ্টিপাড়া গ্রামের আবদুস সেলিমকে ৩৯৬ ও ৪৩৬ বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিবরণে জানা। যায় যে, বিগত বাংলা ১৩৭৮ সালের বৈশাখ মাসে আবদুল গফুর আব্দুস সেলিম ও আরাে দশ বারাে জন ডাকাত রাইফেল ও অন্যান্য মারাত্মক অস্ত্রসহ সঞ্চয়পুর গ্রামে জনৈক জসিম উদ্দিনের বাড়ীতে হানা দেয় এবং টাকা পয়সা ও অন্যান্য দ্রব্য সামগ্রী নিয়ে যায়। ডাকাতগণ জসিম উদ্দিনের কপালে ছুরিকাঘাতও করে। ডাকাত দল যাওয়ার সময় গুলি ছােড়ে এবং সেই গুলিতে জসিম উদ্দিনের কন্যা ময়াজান নিহত হয় এবং বড় ছেলে আবুল হােসেন আহত হয়। বাড়ীর লােকেরা ডাকাতদের মধ্যে গফুর ও সেলিমকে চিনতে পারে। বিগত ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে গফুর হানাদার পাকিস্তানী সৈন্যদের। সাথে এসে তিনটি গ্রামের ৩০০ বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই গ্রামগুলাে হল সঞ্চয়পুর, কুষ্টিপাড়া ও অভিরামপুর। আসামীদের বিরুদ্ধে বাংলাদেশ দালালী আইনের ১১ (ক) ও (খ) ধারাতেও অভিযােগ আনা হয় ও তা প্রমাণিত হয়। সর্বমােট ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন প্রধান বিশেষ কৌসুলি জনাব গােলাম হাসনায়েন এডভােকেট ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন জনাব আবুল কাশেম এড়।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম