You dont have javascript enabled! Please enable it! 1972.12.31 | দৈনিক পূর্বদেশ আক্তার গুণ্ডার ফাঁসি - সংগ্রামের নোটবুক
৩১-১২-৭২ দৈনিক পূর্বদেশ আক্তার গুণ্ডার ফাঁসি
গতকাল শনিবার ঢাকার এক বিশেষ ট্রাইব্যুনাল আমাদের মুক্তি সংগ্রামের সময় ঢাকার বুকে হত্যার এক নায়ক মীরপুরের আক্তার গুণ্ডার ফাঁসির হুকুম দিয়েছেন। যে মামলায় তার ফাঁসির হুকুম হয়েছে তাকে সে রাইফেলের গুলিতে একই সময়ে তার এলাকার ১২নং মিরপুরের সেতাব হাজী, শেফাত উল্লাহ ও আহম্মেদ মিয়া নামক তিন জনকে হত্যা করেছে বলে অভিযােগে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে এ ধরনের নরহত্যার আরাে একাধিক মামলা রয়েছে বলে প্রকাশ। গত বছর ৮ই এপ্রিল বাঙ্গালী জাতির জীবনের অন্ধকারময় দিনগুলােকে আক্তার গুণ্ডা ওরফে মােঃ আক্তার অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তিনজন পাক সৈন্য ও ১০/১২জন অবাঙ্গালী দুষ্কৃতিকারী নিয়ে সেতার হাজীর বাড়ীতে হানা দেয়। তারা সেতার হাজীর ঘর থেকে ২৫০০০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ায় উক্ত তিনজন চিৎকার করে বাধা দিতে চায়। আক্তার গুণ্ডা তখন তাদের উপর গুলি ছােড়ে এবং তাদের হত্যা করে। ভীত সন্ত্রস্ত সেতার হাজীর ছেলে আব্দুর রাজ্জাক ও এলাকার কতিপয় লােক নিকটস্থ ঝােপে ঝাড়ে আশ্রয় নেয়। এবং এই অমানুষিক হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে। আসামী নিজেকে নির্দোষ বলে দাবী করে বলে সে সময় সে করাচিতে ছিল। ট্রাইব্যুনালে এই বক্তব্যের স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি।

সূত্রঃ সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী ১৯৭১ -প্রত্যয় জসীম